স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর বাজার রোড এলাকায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ব্যবসায়ী জুয়েল ও তার স্ত্রী দিনাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল হক রবিবার (২৪ জুন) থানা সংশ্লিষ্ট সদর জিআরও শাখায় এ চার্জশিট দাখিল করেন বলে জানায় জিআরও।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছে ব্যবসায়ী জুয়েল নগরীর বাজার রাড এলাকার বাসিন্দা মরহুম হাজী এছাহাক মিয়ার ছেলে । উল্লেখ্য, বাজার রোডের গৃহকর্মী আশফিয়া তার গৃহকর্তার আর গৃহকর্তীর নির্যাতন সইতে না পেরে গত ৫ মে সকাল ৮টায় পালিয়ে গিয়ে অপরিচিত লোকজনের কাছে আশ্রয় নেয়। পার্শ্ববর্তি লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার করে। এ সময় গৃহকর্মী আশফিয়া পুলিশকে জানান, তাকে সারাদিন শিকল দিয়ে বেধে রাখত। হাতের ভিতর সুঁই ঢুকিয়ে দিত। তার কাছ থেকে জানতে পেরে ওই বাসার নির্যাতনের শিকার আরও এক গৃহকর্মীর খবর। পুলিশ ওই দিনই অভিযান চালায় ব্যবসায়ী জুয়লের বাজার রোডস্থ বাসায়। ওই বাসা থেকে উদ্ধার করা হয় অপর গৃহকর্মী আয়শাকে। একই সাথে আটক করা হয় ব্যবসায়ী জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দিনাকে। তাদের বাজার রোডে আত্মীয়দের বাড়ি থেকে তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করা হয়। শিকল ও তালা দিয়া আশফিয়াকে বেধে রাখা হত বলে পুলিশকে জানায় আশফিয়া। আশফিয়ার কেউ না থাকায় কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই সনজিৎ চন্দ্র শীল বাদি হয়ে ওই দম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে সত্যতা পেয়ে চার্জশীট দাখিল করে পুলিশ।
Leave a Reply