বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে,হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”, “আপনার নিষ্পাপ সন্তান কে, মাদকের নেশা থেকে বাঁচান”, “মাদক বেচে যারা, তাদের সমাজ থেকে তারা”, “মাদক মানে মরণ বিষ,তবে কেন মাদক নিস” Ñএসব সেøাগান কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৩টি ইউনিয়নের ৩টি বাজারে প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মাদক বিরোধী মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বাজার ব্যবসায়ী ,ধর্মীয় নেতা,রাজনৈতিক নেতৃবৃন্দ, দুদক কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের অংশ গ্রহনে টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তারমাথা, পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারে এবং সাচড়া ইউনিয়নের দরুন বাজার স্মরণকালের সবচেয়ে বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যদি একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হয়, তবে ওই পরিবারের ধ্বংস অনিবার্য । সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিবউল্যাহ মৃধা বলেন-যে কোন মূল্যে সাচড়া ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে।পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার বলেন-কোন মাদক সেবীর স্থান পক্ষিয়া ইউনিয়নে হবে না।আজকে আমাদের যুব সমাজের মধ্যে একটি অন্যতম ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় একটি জাতির জন্য কাম্য নয়। তাই বর্তমান সরকারের ঘোষিত দেশব্যাপি মাদকবিরোধী অভিযানে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন যে কোন মূল্যে এ এলাকাকে মাদকমুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, আমাদের সকলের অভিভাবক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল’র সহযোগিতায় উক্ত এলাকাকে যে কোন মূল্যে মাদকমুক্ত করব।এ লক্ষ্যে আগামি ২৭ জুন থেকে অভিযান শুরু হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পক্ষিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান মো: নাগর হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জি (অব)আহমেদ উল্যাহ মিয়া, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, দুদক সভাপতি আবুল কালাম,সদস্য মো: ইউনুছ হাওলাদার,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল কুমার দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বশির উল্যাহ মাষ্টার, পক্ষিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ ১নংওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো:হুমায়ন কবির, ইউপি সচিব মো:মাইনউদ্দিন চৌধুরী, মো: আশরাফ উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, মঙ্গলবার বোরহানউদ্দিন ও কুঞ্জেরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হবে।এছাড়া ও মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Leave a Reply