প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৮-১৯ অর্থবছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩২ কোটি ৯৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাস করা হয়েছে। গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৬ তম সভায় এ বাজেট পাস করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাসহ বিবিধ কার্যক্রম পরিচালনায় আগামী ২০১৮-১৯ অর্থবছরের ব্যয়ের হিসাব এ বাজেট। সিন্ডিকেটের ৫৬ তম সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। উল্লেখ্য গত ২৯ জুন ২০১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অর্থ কমিটির ২৪ তম সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৩২ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়। সভায় উপস্থিত অর্থ কমিটির সকল সদস্যবৃন্দ বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিকট উপস্থাপনের সুপারিশ করেন। উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দসহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply