বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করায় বাদীকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমান বন্দর মোড়ে এক মুক্তিযোদ্ধার ছেলে বাচ্চু হাওলাদার দীর্ঘদিন ধরে চায়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছে।স্থানীয় একটি সংঘবদ্ধ কয়েক যুবক তার কাছে ৫০হাজার টাকার চাঁদা দাবি করে।চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৮ জুন দুপুরের চাঁদাবাজরা ব্যবসায়ী বাচ্চুকে কুপিয়ে জখম করে।এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী ঝর্না বেগম বাদী হয়ে গত ২১জুন শাখাওয়াত,শহিদ,উত্তম,মুরাদসহ ৪জনকে আসামী করে আদালতে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। আদালতে মামলা দায়ের করার পর চাঁদাবাজরা তেলে বেগুনে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী বাচ্চুকে দোকান খুলতে বাধা প্রদান করে আসছে।চাঁদাবাজদের ভয়ে বাচ্চু ১০দিন ধরে দোকান বন্ধ করে স্থানীয় প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইয়া কোনো প্রতিকার পায়নি। সোমবার বিকালে মামলার বাদী ঝর্না বেগম ও তার আহত স্বামী বাচ্চুকে নিয়ে বাবুগঞ্জ সাংবাদিকদের কাছে বলেন তারা আজ সন্ত্রাসীদের ভয়ে ব্যবসা প্রতিষ্টা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।থানা পুলিশকে ঘটনাটি জানানো হলেও সস্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়।আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে,সন্ত্রাসীদেরকে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ১৮ জুন দুপুরের দিকে বিমান বন্দর মোড় থেকে দোকানের মালামাল ক্রয় করার জন্য রহমতপুর বাজারে যাওয়ার সময় নজরুল মুন্সীর বাড়ীর সামনে পৌছলে সন্ত্রীরা তার পথ গতিরোধ করে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে তার পকেটে থাকা ২৫হাজার ৩শত ২৭টাকা নিয়ে যায়।বাচ্চু হাওলাদারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আহত ব্যবসীকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবা-চিম হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে ওই অসহায় পরিবার সন্ত্রাসীদের ভয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে।আহত ব্যবসায়ী বাচ্চু হাওলাদার মুক্তিযোদ্ধা মরহুম আঃ হাকিম হাওলাদারের পুত্র।
Leave a Reply