আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) আয়োজনে, লাইফ ফর দ্যা ওয়াল্ড ও উইমেন ইউথ্ ডিজ্এ্যাবিনিট ডেভলপমেন্ট ফ্উান্ডেশন (ডব্লিইডিডিএফ)এর সহযোগিতায় গতকাল ৩০ নাভেম্বর সোমবার সকালে বিপিইউএস এর প্রশিক্ষণ কক্ষে কোভিড-১৯ প্রেক্ষাপট ও প্রতিবন্ধী নারীর অবস্থান শীর্ষক ভার্চুয়াল সভা ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, ক্রেস এবং নগদ অর্থবিতর করাহয়। সভা শেষে ২ জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ২ জনকে ক্রেস, ৮ জনকে চিকিৎসা সহয়তা ও ৪ জনকে খুদ্র ব্যবসার জন্য নগদ অর্থবিতরন করা হয়েছে। সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর সভাপতি জেমস্ রিপন বাড়ৈ। এসময় প্রতিবন্ধীদের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল হাসেম। তিনি বলেন, প্রতিবন্ধীরা নিকে কখনও ডিজ্এ্যাবট মনে করনে না। প্রতিবন্ধীরাও কাজ করে প্রতিষ্ঠত হতে পারে। আজ তার প্রমাণ আপনাদের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক বদিউল আলম।
এসয় আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা সমাজ সেবা অফিসার সুশান্ত বালা, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) নিবার্হী পরিচলক বদিউল আলম, মেরী ষ্টোপ ডিমান্ড ন্সোরেশন অফিসার মো. রাজিব হোসাইন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) প্রধান সমন্বয়কারী মিঠু মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয় সদস্য এসএম ওমর আলী সানি, গৈলা ইউনিয় পরিষদ সদস্য সুদীন অধীকারি।
Leave a Reply