নতুন করে কোন্দল দেখা দিয়েছে সিলেট জেলা বিএনপিতে। বর্তমান কমিটির ৯ সদস্য আহ্বায়ক সহ অপর সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়েছেন। প্রকাশ্যে নিয়ে এসেছেন বর্তমান কমিটির কর্মকাণ্ডও। চলমান অবস্থার জন্য তারা দায়ী করেছেন বর্তমান আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারকে। তার ‘অদক্ষ’ নেতৃত্বের কারণে সিলেট বিএনপিতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন আহ্বায়ক কমিটির ওই সদস্যরা। গতকাল সিলেটে এ নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন তারা। এদিকে, ওই ৯ সদস্যের কর্মকাণ্ডের সঙ্গে জেলা বিএনপি’র কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বর্তমান আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি তাদের ‘কতিপয় বিপথগামী’ সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
জেলা বিএনপি’র জরুরি বিবৃতি: সিলেট জেলা বিএনপি’র ব্যানারে আহূত ‘কথিত’ সংবাদ সম্মেলনের সঙ্গে সিলেট জেলা বিএনপি’র কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। গতকাল বিকালে তিনি গণমাধ্যমে প্রেরিত এক জরুরি বিবৃতির মাধ্যমে এ কথা জানান। বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘কতিপয় বিপথগামী নেতাকর্মী জেলা বিএনপিতে বিভক্তি সৃষ্টি করতে সরকারের ইন্ধনে জেলা বিএনপি’র ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। অথচ এ ব্যাপারে জেলা বিএনপি কোনো কিছু অবগত নয়। আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ছাড়া কোনো বিপথগামী নেতাকর্মীর জেলা বিএনপি’র দলীয় ব্যানার ব্যবহারের ভিত্তি নেই। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর ইউনিট কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা ও পৌর কমিটি তাদের আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কাজ সম্পন্ন করেছে। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি একটি সুন্দর ও অর্থবহ কাউন্সিল আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করে তৃণমূল বিএনপি পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।’ তিনি দাবি করেন- ‘দলের এই দুঃসময়ে আওয়ামী সরকারের ইন্ধনে কতিপয় নেতাকর্মী জেলা বিএনপিতে ভাঙন সৃষ্টি করে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। এর ধারাবাহিকতায় তারা জেলা বিএনপি’র ব্যানারে নগরীতে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। যা দলের গঠনতন্ত্র পরিপন্থি এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এই সংবাদ সম্মেলনের ব্যাপারে জেলা বিএনপি’র কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই। এতে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। বিপথগামীদের ব্যাপারে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
Leave a Reply