হিজলা প্রতিনিধি ॥ হিজলায় পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর সকাল ১০টায় হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মনু মেম্বার বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুতের গ্রাহক জন াব বাকি বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড পরিচালক ও সচিব মোঃ নুরনবী, এম.এস ফরিদ উদ্দিন, হিজলা সাব জোনাল অফিসের ইনচার্জ এজিএম আবুল কালাম, গ্রাহক মোখলেছুর রহমান মনু মেম্বার। বক্তব্যে সমিতি বোর্ডের সচিব মোঃ নুরনবী বলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীগন মাননীয় প্রধান মন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই কর্মসূচী বাস্তবায়নের লক্ষে নিরলস দিন রাত কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে ইতি মধ্যে হিজলায় বিদ্যুতের শতভাগ কাজ সমাপ্ত করা হয়েছে। তাদেরকে সহযোগিতা করা আমাদের একান্ত প্রয়োজন। এম.এস ফরিদ উদ্দিন বলেন ‘মাননীয় প্রধান মন্ত্রী উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’। বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। আমাদের হিজলা শতভাগ বিদ্যুতের আওতায় এসে পরেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কোন সময় শতভাগ বিদ্যুৎ প্রাপ্তির উপজেলার মধ্যে হিজলাকে উদ্বোধন করবেন। এ সময় গ্রাহদের বিদ্যুৎ ব্যবহারে স্বাশ্রয়ী হতে বলেন। দূর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে অবহিত করা হয়। এসময় গ্রাহকগন বিদ্যুতের ব্যবহার সম্পর্কে নানান প্রশ্ন করেন এবং এজিএম ওএন্ডএম এর জবাব দেন।
Leave a Reply