মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী পৌরসভার মেয়র শফিক-উজ-জামান রুবেল হাতে সাংবাদিক লাঞ্চিত হওয়ায় বিষয়ে মুলাদী থানায় সাধারণ ডায়েরী লিপি বদ্ধ হয়েছে। গত ৯/১২/২০২০ইং তারিখ বুধবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটের সমায় দৈনিক আজকের বরিশাল এর মুলাদী প্রতিনিধি রেজা হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে ২০/২৫ জননেতা কর্মীর উপস্থিতিতে রাস্তার উপরে অকথ্য গালিগালাজ ও লাঞ্চিত করে, জীবন নাশের হুমকি প্রদান সহ মামলার ভয়ভীনি দেখান এ ঘটনায় মুলাদী পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিক-উজ্জ-রুবেল বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী লিপি বদ্ধ হয়েছে, যাহার নম্বর ৪৪৬ তারিখ ১০/১২/২০২০ইং। এ ঘটনার জের ধরে গত ১০/১২/২০২০ইং তারিখ দুপুর ১২ টায় সরকারী মুলাদী কলেজের সামনে মুলাদী উপজেলা সাংবাদিক বৃন্দ উপস্থিতিতে উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আলমগীর হোসেন ডাকে সাড়া দিয়ে সুষ্টু বিচারের দাবীতে মানব বন্দন ও স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার নিকট জমা দেন। গত ১১/১২/২০২০ইং তারিখের বরিশালের আঞ্চলিক কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বলেন আমি সাংবাদিক রেজা হাওলাদার জীবন নাশের হুমকী দেয়নি, সংবাদটি মিথ্যা বানোয়াট বলেন, সাংবাদিক রেজা হাওলাদার সহ সহযোগিদেরকে ভুই ফোর কথিত নামধারী সাংবাদিক উল্লেখ্য করে প্রতিবাদ প্রকাশ করিয়াছেন। তারপরেও কি আইনের হাতকে ফাকি দিতে পেরেছেন মেয়র শফিক উজ জামান রুবেল। সব ঝল্পনা কল্পনার অবসান ঘটিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন এর নিদের্শে তদন্ত সাপেক্ষে মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ জামান রুবেল এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী লিপি বদ্ধ হয়েছে।
Leave a Reply