গৌরনদী প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদীতে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এ শ্লোগানকে ধারন করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে এক মানববন্ধন কর্মসূচী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা পরিষদের শহীদ শুকান্তবাবু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ নিজামুল হায়দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ প্রমুখ। বক্তারা যে কোন মুল্যে জাতির পিতার সম্মান নষ্টের অপচেষ্টাকে রুখে দেয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।
Leave a Reply