ফরিদ মুন্সীঃ- সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আগামী (১) বছরের জন্য ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন, কোতয়ালী থানা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, মোঃ সুমন মিয়া কে সভাপতি এবং মেহেদী রেদওয়ান তালুকদার কে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মেহেদী রেদওয়ান তালুকদার পূর্বে কোতয়ালী থানা ছাত্রলীগের আওতাধীন ৩৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কোতয়ালী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সফল ভাবে পালনের মাধ্যমে এই নেতৃত্বে আসেন। মেহেদী রেদওয়ান তালুকদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান।
কোতয়ালী থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী রেদওয়ান তালুকদার বলেন, কোতোয়ালি থানা ছাত্রলীগকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মধ্যে সবচাইতে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর। ও তিনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই , সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি,কোতয়ালী থানা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply