নলছিটি প্রতিবেদক ॥ বস্ফোরক অধিদপ্তরের সনদ ও বিক্রেতার কোনো প্রশিক্ষন ছাড়াই নলছিটির আনাচে কানাচে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার । মুদি দোকান ,ফোন ফ্যাক্স,স্টেশনারী এমনি কি ঔষধের ফার্মেসীতেও অবাধে বিক্রি করা হচ্ছে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস ।ব্যবসা পরিচালনা করার জন্য সাধারন ট্রেড লাইসেন্স সংগ্রহ করলেও ১০টি’র বেশি সিলিন্ডার রাখার জন্য প্রয়োজনীয় সনদ তাদের নেই ,এমনকি খুচরা গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে তারা এসব আইন কানুনের বিষয় সম্পর্কে অবগত নন।তারপরও তদারকি এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।উপজেলার বিভিন্ন বাজার ঘুড়ে দেখা গেছে বেশিরভাগ খুচরা দোকানে ২০ থেকে ৫০টি গ্যাস ভর্তি সিলিন্ডার তারা মজুদ করে রেখেছেন। কিন্তুু আইন অনুযায়ী ১০টির বেশি গ্যাস ভর্তি সিলিন্ডার রাখতে হলে বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি বাধ্যতামূলক।বিস্ফোরক আইন ১৮৮৪ এর ৬৯ ধারায় উল্লেখ আছে, লাইসেন্স ব্যাতীত কোনো ব্যবসায়ী ১০টির বেশি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুদ করতে পারবেন না এবং ব্যবসায়ীকে অবশ্যই পর্যাপÍ অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতে হবে।এছাড়া বেশিরভাগই সিলিন্ডারই মেয়াদত্তোর্নী যা সাধারন গ্রাহকের পক্ষে যাচাই করা সম্ভব না ,ফলে এসব সিলিন্ডার বিস্ফোরন মানুষের মৃত্যুর কারন হতে পারে।এ ব্যাপারে জানতে চাইলে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম জানান গত জেলা আইনশৃখংলা সভায় এ বিষয়ে আালোচনা হয়েছে,নির্দেশনা পেলে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply