বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার চাখারের চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত দেওয়ানী মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
গত ১৩ ডিসেম্বর বানারীপাড়া সহকারী জজ আদালতের বিচারক তাররাহুম আহম্মেদ মামলাটি খারিজ করে দেন। এতে উল্লেখ করা হয় যেহেতু প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় কোন লোক ব্যাক্তি স্বার্থে দেওয়ানী কার্যবিধি আইনের ১ আদেশের ৮ নিয়ম মোতাবেক কোন প্রতিকার চাইতে পারেনা এবং যেহেতু বিবাদীদের নিয়োগ চাকুরীকালীণ অসাদাচারন,অন্যায় ও অনিয়ম সংগঠিত হলে তা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আইন,নীতিমালা,বিধান,প্রো-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা বিচারের যোগ্য সেহেতু বাদী কর্তৃক অত্র আদালতে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার মাধ্যমে প্রতিকার প্রার্থী হবার আইনগত সুযোগ না থাকায় বাদীপক্ষ কর্তৃক আনীত মোকদ্দমাটি দেওয়ানী কার্যবিধি আইনের ১ আদেশের ৮ নিয়মের বিধান মতে পরিচালনা করার অনুমতি পাবার দরখাস্তটি না মঞ্জুর করা হল।
প্রসঙ্গত গত ২৪ সেপ্টেম্বর চাখারের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল বাদী হয়ে চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান ও তার ভাই একই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত পিয়ন মো. রেজওয়ান হোসেন ও কর্মরত পিয়ন মো. মহিয়ানের বিরুদ্ধে বয়স,শিক্ষা সনদ,নিয়োগ ও যোগদান সহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ এনে বানারীপাড়া সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও চাখার ইউনিয়নের চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান বলেন কুচক্রিমহল কর্তৃক দায়েরকৃত মিথ্যা,ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রনোদিত,প্রতিহিংসা ও হয়রানীমূলক মামলাটি খারিজের মধ্য দিয়ে অবশেষে সত্যের তীব্র ¯্রােতে মিথ্যার মৃত্যু ঘটে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল।
Leave a Reply