বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে আদালতের নিষেজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ হাকিম প্যাদা বাদি হয়ে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বাবুগঞ্জ বন্দর সংলগ্ন এলাকায়। স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, রাজগুরু গ্রামের আঃ হাকিম প্যাদা উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী মৌজার ৩১ নং খতিয়ানের ১৪৩ এবং ২৩০ নং দাগের মোট ৯ শতাংশ সম্পত্তির ক্রয় করে একটি টিন সেট বসতঘর নিমার্ন করেন। অপরদিকে তার ক্রয়কৃত জমির দক্ষিণ পাশে ১ নং খতিয়ানে ৩ একর ৪০ শতাংশ খাস জমি। উক্ত খাস জমি মধ্যে ২০ শতাংশ খাস জমি বন্দোবস্ত নিতে বরিশাল জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। ওই জমি উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় সফিজ উদ্দিন হাওলাদার এর পুত্র বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী মোঃ আবুল কালাম ও মোঃ মনিরুজ্জামানের। তারা বিভিন্ন সময় আঃ হাকিম প্যাদার ক্রয়কৃত জমি দখলের পায়তারা করে আসছে। ভুক্তভোগী আঃ হাকিম প্যাদা ২০১৭সালে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার গভীর রাতে ব্যবসায়ী মোঃ আবুল কালাম হাওলাদার ও তার ভাই মোঃ মনিরুজ্জামান সহ অজ্ঞাত ১০/১৫ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে আঃ হাকিম প্যাদার নির্মিত ঘর রাতের আঁধারে গুড়িয়ে দিয়ে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে। এমনকি ওই জমিতে প্রতিপক্ষরা ঘর নির্মানের চেষ্টা চালায়। এসময় জমির মালিক মোঃ হাকিম প্যাদা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসলে প্রতিপক্ষ মোঃ আবুল কালাম ও তার ভাড়াটিয়া বাহিনী পালিয়ে যায়। এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন ,জমি দখলের ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply