স্টাফ রিপোর্টার ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস গতকাল নগরীতে গন সংযোগ লিফলেট বিতরণ করেন। এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডের মহিলা কর্মীদের সাথে মতবিনিময় ও নগরীর কাশিপুর বাজারের লাঙ্গল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করাসহ দলীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করার মধ্য দিয়ে ৩য় দিন ব্যস্ত সময় পাড় করেন লাঙ্গল প্রতীকের মনোনিত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ইকবাল হোসেন তাপস।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকা কাশিপুর ফরেস্ট অফিস সংলগ্ন জাতীয় পর্টির বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস কার্যালয় উদ্বোধন করেন মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। স্থানীয় জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম হেমায়েতের সভাপতিত্বে এসময় আসন্ন সিটি নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা জাপা আহবায়ক অধ্যাপক মহসিন-ইল-ইসলাম হাবুল। আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য (জাপা) নজরুল ইসলাম, জেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, এ্যাড. এমএ জলিল, আখতার হোসন শ্রপ্রু, ফরহাদ হোসেন হাবিল, রুস্তুম আলি খান, শহিদুল ইসলাম জিএম শহিদ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ কামাল চৌধুরী, মহানগর ছাত্র সমাজের সভাপতি রফিকুল ইসলাম পিয়াল প্রমুখ। নতুন নির্বাচনী কার্য়ালয় উদ্বোধনকালে আলোচনা সভায় মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন আজ যারা উন্নয়নের কথা বলেন তাদের আগে এদেশে সবার আগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের গ্রাম-গঞ্জে পাকা সড়ক থেকে শুরু করে বিজলীর আলো পৌছে দিয়েছিল। বিসিসি নির্বাচনে আপনারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করলে নতুন করে বরিশাল সিটি কর্পোরেশন এলাকাগুলো আলোকিত করা হবে। আমাদের লুটপাটের কোন প্রয়োজন নেই আমাদের জাতীয় পার্টি আপনাদের পাশে দাড়াতে চাই। আগামী ৩০ই জুলাই প্রতিটি জাতীয় পার্টি কর্মী মাঠে থেকে যাতে এলাকার মা-বোনরা নিজেদের ভোট প্রদান করতে পারে সে লক্ষে সকল দলীয় কর্মীদের সহযোগীতা করার আহবান জানান। পরে ইকবাল হোসেন তাপস দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাশিপুর এলাকা ও বাজার, নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, নতুন বাজারসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন। এর পূবেৃ সকালে নগরীর অক্সফোর্ড মিশন রোডের লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে নগরীর ৩০টি ওয়ার্ডের জাতীয় পার্টি মহিলা দলের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
Leave a Reply