নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, পদ্মাসেতু হলে নাকি এখানকার অনেক কিছু বদলে যাবে। এখানে যদি কোন শিল্প-কলকারখানা গড়ে না ওঠে তাহলে কি করে বদলাবে বরিশাল। অথচ সে ধরনের কোন লেখালেখি এখানকার কোন পত্র-পত্রিকায় দেখা যায় না। যা দেখে মানুষ এখানে এসে টাকা বিনিয়োগ করবে। বাহিরের ব্যবসায়ীরা বরিশালে এসে কেন বিনিয়োগ করবে সে বিষয়ে সংবাদ মাধ্যম তাদের আগ্রহ সৃষ্টি করবে। রবিবার বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল বিভাগের আঞ্চলিক দৈনিকগুলোর সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের সাথে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক’ সংলাপ আনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাফর ওয়াজেদ আরও বলেন, সংবাদপত্রে লেখালিখের কারণে এ দেশের অধিকাংশ বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে। তবে সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে সংবাদপত্র শিল্প বাঁচিয়ে রাখা দুরুহ হয়ে পড়বে। এ সময় তথ্য মন্ত্রালয়ের প্রোগ্রাম কর্মকর্তা মো. মহবুবুর রহমান ও পিআইবি সহকারী প্রশিক্ষক বারেক কায়সারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply