স্টাফ রিপোর্টার ॥ ‘ডর ভয় দেখাইবেন, আমার ভোট পাবেন না’ এ শ্লে¬াগান নিয়ে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণেভাবে অনুষ্ঠানের দাবী জানিয়ে এসপিএল প্রকল্পের ‘শান্তিতে বিজয়‘ ক্যাম্পেইনের আওতায় ইউএসএআইডি এবং ইউকেএইড এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নের আয়োজনে বরিশাল নগরীতে র্যালি আলোচনা সভা ও গণস্বাক্ষরের আয়োজন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল জেলা কমিটি।
গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ হানিফের সভাপতিত্বে শান্তিপূর্ণ সিটি নির্বাচনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সরকারি বিএম কলেজের (অবঃ) অধ্যাপিকা শাহ সাজেদা, সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, নগর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড. পারভেজ আকন বিপ্লব, জেলা আ’লীগের সহকারী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিলন ভূইয়া, নগর জাপার সাংগফনিক সম্পাদক একেএম মোস্তফা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর আমিনুল এহসান ও বরিশাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কো-অডিনেটর দিপু হাফিজুর রহমান প্রমুখ। এর পূর্বে টাউন হল চত্বরে সুষ্ঠ, অবাধ, নিরপক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের দাবী জানিয়ে গণস্বাক্ষর করেন নগরীর সর্বস্তরের নাগরীক ও ভোটাররা। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন পর্ব শেষ করে তারা নগরীতে একটি র্যালি বের করে নগরীর গুরুত্বপূণূ সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনা সভায় বক্তরা বলেন প্রতিটি ক্ষেত্রে জয় পরাজয় থাকবে সেই পরাজয়কে কেন্দ্র করে নগরীতে কোন ধরনের অহিংসতা সন্ত্রাস নগরবাসী কোন নির্বাচনী প্রার্থীর কাছ থেকে আশা করে না। নির্বাচনে অংশ নেয়া মেয়র,সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা যেন সাধারন ভোটারদের ভোটধিকার প্রয়োগ করার ব্যাবস্থা করা সহ ভোটারদের নিরাপত্তার দিকে লক্ষ রেখে নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবান জানান তারা।
Leave a Reply