চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনে যৌতুকের দাবীতে মাহামুদা(২৪) নামের এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বাশুরীর বিরুদ্ধে। গত শনিবার রাতে আমিনাবাদ ইউনিয়নের মাঝির হাট এলাকায় স্বামীর বোনের বাড়িতে মধ্যযোগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত গৃহবধু আবদুল্লাহপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুলতান মোল্লার মেয়ে।এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নির্যাতনের শিকার গৃহবধু জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকালে নির্যাতিত গৃহবধু মাহামুদা অভিযোগ করেন, আবদুল্লাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিন্টু ফরাজীর ছেলে শাহাদাতের সাথে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী শাহাদাৎ ও শ্বাশুরী জাহানারা ৩ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিলেন। তার কৃষক বাবা মেয়ের সুখের জন্য জামাতাকে ১ লাখ টাকা দেন। এর পর কিছুদিন সুখেই ছিলো তাদের সংসার। সম্প্রতি সময়ে ফের স্বামী ও শ্বাশুরী মিলে আরও ২ লাখ টাকা দাবী করেন। তাদের দাবীকৃত টাকা এনে দিতে অস্বীকার করলে তাকে একাধিকবার মারধর করেন। এনিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছে। গত শনিবার পুর্ব পরিকল্পিত ভাবে তার স্বামীর বোনের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য মাঝির হাট নিয়ে যান। গভীর রাতে স্বামী বোনের বাড়িতে তাকে হাত-পা বেধে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন চালায়। স্বামী ও শ্বাশুরীর মারধরের গুরুতর অসুস্ত হয়ে পরলে ভোর রাতেই তাকে দুই সন্তান নিয়ে ঘর থেকে বের করে দেয়। প্রতিবেশীদের কাছ থেকে তার বাবা সুলতান মোল্লা খবর পেয়ে তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply