স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনিত মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সমর্থনে এক পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বলেছেন, বরিশাল সিটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এসে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ অফিসারের মাথায় পিস্তল ঠেকিয়ে লাঞ্ছিত করে গেছে এটা সরকার দলের জন্য জায়েজ। আর আমরা মিছিল-মিটিং করতে চাইলে না জায়েজ হয়ে যায়। তিনি আরো বলেন, পুলিশ আমাদের মিছিল-মিটিংয়ে যতই বাঁধা প্রদান করুক তার পরও আমরা বলব পুলিশ এদেশের শান্তি রক্ষা বাহিনী, তাদেরকে লাঞ্ছিত করার ঘটনায় আমরা ধানের শীষের পথসভা থেকে তীব্র নিন্দাসহ বিচার বিভাগীয় তদন্ত’র দাবী জানাই। গতকাল বুধবার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সমর্থনের পথসভায় তিনি এ কথা বলেন। এসময় অপর স্থায়ী কমিটির সদস্য সাবেক রাস্ট্রদূত নজরুল ইসলাম খান বলেন, আগামী ৩০ জুলাই ধানের শীষের কর্মীরা প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো অবস্থান নিবেন। কেহ ভোট গনণা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেনা, যত বাঁধা আসুক। কেহ যদি কেন্দ্রে ভোট কারচুপি করতে আসে তা প্রতিহত করার আহবান জানান তিনি। পথসভায় বরিশাল সিটি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচনে আমাদের বিজয় হলে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিজয় হবে। তিনি বলেন, স্বৈরাচারী আচরণ করে বেশিদিন কেহ ক্ষমতা আগলে রাখতে পারবে না এই অনির্বাচিত সরকার। পথসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. বিলকিস জাহান শিরিন, ২০ দলীয় জোট নেতা ও লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ডাঃ মোস্তফিজুর রহমান ইরান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আবুল হোসেন খান, বরিশালা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুর রহমান নান্নু প্রমুখ। পরে তারা নগরীর এ করিম আইডিয়াল কলেজ সহ কয়েকটি স্থানে পথসভা ও উঠান বৈঠক করেন।
Leave a Reply