বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে দালান নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। ২৪ জানুয়ারি (রবিবার) সকাল থেকে ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত সেকান্দার আলীর পুত্র আব্দুল কাদের, মৃত ছাদেম আলীর পুত্র রফিক উদ্দিন আহমেদ ও মমিন আলী গাজী গংরা বিরোধীয় জমিতে জোরপূর্বক দালান নির্মাণ কাজ শুরু করে। স্থানীয়রা বিষয়টি জমির প্রকৃত মালিক রাবেয়া বেগমকে অবহতি করলে তারা প্রশাসনের সহযোগিতায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়। জানা যায়, শ্যামপুর গ্রামের মৃত সেনা সদস্য আ. খালেকের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) স্বামীর চার আনা অংশের রেকর্ডীয় .২২ এর ১/৪ শতাংশের মালিক এবং রাবেয়া বেগম আ. মালেকের কাছ থেকে সাবকবলা দলিল মূলে .০৫ এর ১/৫ শতাংশ সর্বমোট .২৭ এর ৩/৪ শতাংশ সম্পত্তির দলিল ও রেকর্ড মূলে ভোগ দখলে আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ওই জমিতে বসত বাড়ী ঘর তৈরী, গাছপালা রোপন, পুকুর ও বাগান করে ভোগ দখলে আছেন। একই গ্রামের আ. কাদের গংরা ০২/০৫/১৯৬৮ সালের ৫৭৯৪ নম্বরের একটি জাল দলিল তৈরি করে রাবেয়া বেগমের জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা করে আসছিল। জমি রক্ষার্থে রাবেয়া বেগম গত ২৭ নভেম্বর ২০১৯ সালে বরিশাল আদালতে ভূমিদস্যুদের বিরুদ্ধে একটি সি.আর মামলা দায়ের করেন। মামলা নং-১৬৩/২০১৯ (বাকেরগঞ্জ)। ভূমিদস্যুদের অত্যাচরে অতিষ্ঠ হয়ে রাবেয়া বেগম তফশিল বর্ণিত বিরোধীয় জমিতে আদলতে দরখাস্তের মাধ্যমে ১৪৪ জারী করান। এর পরিপ্রেক্ষিতে আদালত গত ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে একটি আদেশ নামার মাধ্যমে বিবাদীগণ তফশিল বর্ণিত জমিতে কোনরূপ দালান নির্মান করতে পারবেন না এবং উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু ভূমিদস্যুরা আদালতের ওই নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জোরপূর্বক দালান নির্মাণ কাজ শুরু করায় স্থানীয়দের মধ্যে ভিন্নপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভূমিদস্যুদের অবহ্যত হুমকির মুখে অসহায় রাবেয়া বেগম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভূমিদস্যুদের কবল থেকে তার জমি রক্ষার্থে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে রাবেয়া বেগম।
Leave a Reply