নিজস্ব প্রতিবেদক ॥ ২৬ জানুয়ারি মঙ্গলবার বরিশাল নগরীর চাঁদমারী রোডস্থ এম.সি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা আয়োজিত শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। শাখা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় দিনভর আয়োজিত শুরা অধিবেশন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে মজলিশে শুরার পরামর্শের ভিত্তিতে ২০২১-২২ সেশনের সভাপতি হিসবে মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের ও সেক্রেটারি হিসেবে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর নাম ঘোষনা করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যক্রম গতানুগতিক অন্যান্য রাজনৈতিক দলের সাথে একীভূত নয়। আমরা শুধু নেতার পরিবর্তনে বিশ্বাসী নই; বরং নীতির পরিবর্তন না হলে দেশের সার্বিক উন্নয়ন তথা মানবতার উন্নয়ন সম্ভব নয় বলে বিশ্বাস করি। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির পরিবর্তন ঘটিয়ে দেশের আপামর জনতাকে মানবতার কাঙ্খিত মুক্তি অর্জনে পৌঁছাতে কাজ করছে। সংগঠনের দাওয়াত যাতে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে এজন্য শুরা সদস্যদের প্রতি বিশেষ আহবান জানান তিনি। চলমান ক্ষমতাসীন সরকারের কার্যকলাপে দেশের রাজনীতিতে যে সঙ্কট তৈরি হয়েছে তা থেকে মুক্ত হতে জনগণকে একতাবদ্ধ হতে হবে। আর সেই একতাবদ্ধ হয়ে দেশের জনগণকে ইসলামের সঠিক দিশা দেখাতে অগ্রণী ভূমিকা পালন করবে ইসলামী আন্দোলনের সৈনিকেরা।
Leave a Reply