মো: লুৎফুল হাসান রানা, কলাপাড়া প্রতিনিধি ॥ উনসত্তরের গন অভ্যুত্থানে বরিশাল ব্ভিাগের প্রথম শহীদ আলাউদ্দিন স্মরনে কলাপাড়ায় শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচীতে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের অয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র্যালিতে অংশগ্রনকারী সবাই বুকে কালো ব্যাজ ধারন করেন। শহীদ আলউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি আবুল হোসেনর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদ কমরেড নাসির তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, অমল কর্মকার ও তায়েব মাইনউদ্দিন তোহা। বক্তারা, কলাপাড়ার হাজিপুর গ্রামে অবস্থিত এই কৃতি সন্তানের কবর ও তার বাসস্থান সংস্কার এবং তার নামে অডিটোরিয়াম নির্মানসহ হাজিপুরের প্রধান সড়ক তার নামে নামকরনের দাবি জানান। উল্লেখ্য, ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী ঢাকার ছাত্রনেতা আশাদুজ্জামান ও কিশোর মতিউর রহমান হত্যার প্রতিবাদ এবং আইয়ুব খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেয় শহীদ আলাউদ্দিন। মিছিলটি বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে আসলে তৎকালীন ইপিআরের গুলিতে নিহত হন শহীদ আলাউদ্দিন।
Leave a Reply