মঠবাড়িয়া প্রতিনিধি ॥ বরগুনার পাথরঘাটা উপজেলার ৭ নং কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের সদস্য (৩ নং ওয়ার্ড) মোঃ জাহাঙ্গীর হোসেনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের জুতোপেটা দিয়ে স্হানীয় পর্যায়ে মিমাংসা করা হয়েছে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’টি গ্রপকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মিরাজ গ্রপের হাতে লাঞ্ছিত হন ওই ইউপি সদস্য।২৯ জানুয়ারি বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্হানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় শালিস বৈঠকে মিরাজসহ জড়িতদের জুতোপেটা দিয়ে বিষয়টি সুরাহা করা হয় এবং বখাটে ওই যুবকের নিকট থেকে ভবিষ্যতে আর এ ধরনের অন্যায় কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।মিরাজ উপজেলার বকুলতলা গ্রামের ইসমাইল আকনের ছেলে।থানায় একাধিক মামলাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে এলাকায়। এ ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জানান,”বিষয়টি স্হানীয় পর্যায়ে মিমাংসা করা হয়েছে।তবে পরবর্তীতে কোন জনপ্রতিনিধি এভাবে লাঞ্ছিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।”
Leave a Reply