নিজস্ব প্রতিবেদক ॥ প্রশাসনের অনুমতি না নিয়েই নগরীতে বিক্ষোভ মিছিল বের করেছিলো ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশের বাঁধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে। জানা গেছে, মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যে ও ভিত্তিহীন দাবি করে এবং দন্ডাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সদররোড হয়ে দলীয় কার্যালয়ে আসার সময় টাউন হলের সামনে বসে কোতোয়ালি মডেল থানার এসআই রিয়াজের নেতৃত্বে একদল পুলিশ মিছিলের অনুমতি না থাকার কারণে বাঁধা প্রদান করে। এ সময় পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে মিছিলটি পন্ড হয়ে যাওয়ার পর বেলা ১২টার দিকে সদররোডস্থ বিএনপির জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সদস্য কাজী সজিব, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক তালুকদার সজল, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।
Leave a Reply