গৌরনদী প্রতিনিধি ॥ গতকাল সোমবার দুপুরে বরিশালের গৌরনদীতে পাঁকা সড়কের পাশের সরকারি খাল দখল করে নির্মাণাধীন ১৫টি পাঁকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান প্রিন্স এর নেতৃত্বে থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন নির্মাণাধীন ওই সকল পাঁকা অবৈধ স্থাপনাগুলোকে গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করেন। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বার্থী গ্রামের প্রভাবশালী মোফাজ্জেল মোল্লা সম্প্রতি বার্থী-ভাল্লুকসী পাঁকা সড়কের পাশের সরকারি খাল দখল করে ১৫টি পাঁকা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। এতে চলতি ইরি-বোরো মৌসুমে ওই খাল দিয়ে পানির প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়। এ ঘটনায় ক্ষুব্দ ইরি-বোরো চাষীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একাধিক মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস মোফাজ্জেল মোল্লাকে মৌখিক ভাবে তার অবৈধ স্থাপনা নির্মানের কাজ বন্দের নির্দেশ দেন। ওই নির্দেশ অমান্য করে মোফাজ্জেল মোল্লা তার অবৈধ পাঁকা দোকান ঘরগুলো নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সোমবার দুপুরে স্থানীয় প্রশাসন দখলদারের নির্মাণাধীন পাঁকা স্থাপনাগুরো ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারি খালটি অবৈধ দখল থেকে মুক্ত করে। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান প্রিন্স জানান, আমরা বার্থী খাল থেকে শুরু করলাম। এখন থেকে পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি খালগুলোকে মেপে খালের যায়গায় নির্মিত সকল অবৈধ স্থাপনা একে একে উচ্ছেদ করা হবে।
Leave a Reply