দখিনের খবর ডেস্ক ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ যারা নির্মাণ করেছেন, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন, সেই দেশ তাদেরকে অপমানিত করতে ছাড়ছে না! এ কোন বাংলাদেশে এসে আমরা দাঁড়িয়েছি? শহীদ জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের অন্যতম বীর। শুধু যোদ্ধা বললে কম বলা হবে। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ‘জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে সরকার বা জামুকা যে সিদ্ধান্ত নিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানান বিএনপির এই নেতা। শামসুজ্জামান দুদু বলেন, বাঙালি বা বাঙালি জাতির নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। তারা সবাই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের যা যা ভূমিকা তা ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। তারা আমাদের পূর্ব পুরুষ, তাদের সফলতা-ব্যর্থতা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাদের একেক জনকে আমরা একেকভাবে দেখতে পারি। কিন্তু তাদের যে অর্জন তা আমরা কেড়ে নেবো, ফেলে দেবো, পদদলিত করবো? বাঙালি ছাড়া পৃথিবীর অন্য কোনও জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের এভাবে অপমান করতে পারে, এটা আমার জানা নেই। বিএনপির এই নেতা বলেন, এ কোন বাংলাদেশ, বাংলাদেশ যারা নির্মাণ করেছেন, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন, সেই বাংলাদেশ তাদেরকে অপমানিত করতে ছাড়ছে না! লজ্জার তো একটা সীমা থাকে, এ কোন বাংলাদেশে এসে আমরা দাঁড়িয়েছি? শহীদ জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের অন্যতম বীর। শুধু যোদ্ধা বললে কম বলা হবে। দুদু বলেন, কোনও সরকারই শেষ সরকার নয়। তাহলে কি ভবিষ্যতে অন্য পদবিগুলো অন্যরা কেড়ে নেবে? এটা কোনও রাষ্ট্রীয় ব্যবস্থা হতে পারে না। আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply