কাউখালী প্রতিনিধি ॥ কাউখালী উপজেলা শহরের প্রধান সড়ক ডাক বাংলো থেকে শ্রীগুরু আশ্রম হয়ে স্বরূপকাঠী সড়কের কচুয়াকাঠী খালের উপর ঢালাই ব্রিজটি ভেঙে যাওয়ার তিন বছরেও নির্মিত কাজটি সম্মূর্ন হয়নি। জনগুরুত্বপূর্ণ এই ব্রীজটির কাজ পুনরায় শুরু করার দাবিতে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে শনিবার সকালে ব্রীজের পাদদেশে স্থানীয় জনগন, ব্যবসায়ীসহ সর্বশ্রেণীর মানুষ ঘন্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ সিকদার, ছাত্রনেতা কামরুল খান, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, মহিলা ইউপি সদস্য ঝর্না রানী, স্থানীয় ব্যবসায়ী অরবিন্দ সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ মাহামুদুল খালেক সাবুর, পল্লী চিকিৎসক দিপেন রায় প্রমুখ। শহরের মাঝে এ ব্রিজটি নির্মিত না হওয়ায় হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই সড়কের সাথে সংযুক্ত সরকারি খাদ্য ঘুদাম, লঞ্চঘাট, স্টিমার ঘাট, সরকারি বালিকা উচ্চ বিদ্যালায়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, এসব এলাকার বাসিন্দা ও পথচারীদের ব্রিজ না থাকায় প্রায় এক কিলোমিটার পথ ঘুরে যানবাহনে চলাচল করছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যসহ উপজেলার সব কর্মকাণ্ডের সঙ্গে জন্য গুরুত্বপূর্ণ এই ব্রিজ। অথচ ব্রিজটির দিকে দৃষ্টি নেই সংশ্লিষ্ট কৃর্তপক্ষের। ২০২০ সালের জুন মাসে এই ব্যস্ততম সড়কে একটি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঐশী এন্টারপ্রাইজ আইবিআরপি এর অর্থায়নে দুই কোটি ২১ লাখ ১৭ হাজার আটশ ৩৪ টাকায় বাস্তবায়নের কাজ শুরু করে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ জানান, লিখিতভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানান, কাজের চলমান বিল না পাওয়ায় ব্রিজের কাজ বন্ধ রাখা হয়েছে। বিল পেলে কাজ শুরু করা হবে।
Leave a Reply