চরফ্যাসন প্রতিনিধি ॥ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী দারিদ্রতা বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় থাকলে দারিদ্রতা যাদুঘরে যাবে।জনগন তার পাশে আছে বলেই উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল চরফ্যাসনের অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যাকব বলেন, আওয়ামীলীগ রাস্ট্রীয়ভাবে ক্ষমতায় আসলে দেশের জনগনের স্বার্থে ও কল্যাণে কাজ করে৷ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে ভূমিহীন ও অসহায় মানুষকে প্রায় ৬৯ হাজার সেমি-পাকা ঘর প্রদানের মাধ্যমে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন। বৈশ্বিক মহামারী করোনার কারনে যখন বিপর্যস্ত বিশ্ব।যার প্রভাব পরতে পারেনি বাংলাদেশে। করোনা চলাকালীন সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পেশা জীবিদের জিবিকা সচল রাখতে ১৯টি প্যাকেজের মধ্যেমে ১ লক্ষ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। যার সুফল বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের কষ্ট লাগব হয়েছে। তিনি বলেন, আমরা একসময় পরাধীন ছিলাম, বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতোনা। আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দারিদ্রতা কমিয়ে মানুষের জীবনমানের ক্রমাগত উন্নতি করে করোনার মধ্যেও উন্নয়নশীল দেশের পথে যাত্রার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ, দপ্তর সম্পাদক সোলাইমান ভুইয়া প্রমুখ
Leave a Reply