মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িযা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চারটি সেমিপাকা দোকান ও একটি বসতঘর ও বসতঘর গুড়িয়ে দিলেন প্রতিপক্ষরা। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ ফুলঝুরি গ্রামে এ ঘটনা ঘটে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফুলঝুরি গ্রামের মোঃ সুলতান মুন্সির ছেলের সহিদুল ইসলামের ছেলে সহিদুল ইসলামের সাথে একই বংশের দুঃসম্পর্কের চাচা হারুন অর রশিদ স্থানীয় করিম আকন খালেক বাজারে ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে। ওই জমিতে শহিদুল ইসলাম মুন্সি চারটি আধাপাকা দোকান ও একটি বসতঘর নির্মান করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিপূর্বে কয়েকদফা সালিশ বৈঠক হলেও প্রতিপক্ষ হারুন-অর-রশিদ সালিশদারের রায় উপেক্ষা করে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে হারুন ও তার ভাই মতি মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে বেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়। এ সময় শহিদুল ইসলাম মুন্সী স্থানীয় থানায় বিষয়টি অবহিত করলে থানা পুলিশ পৌঁছার আগেই তার চারটি দোকান ও বসতঘর ভেঙে তছনছ করে দেয়। শহিদুল ইসলাম মুন্সী জানান,প্রতিপক্ষ হারুন অর রশিদ আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চারটি আধা পাকা দোকান ও বসতঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় মামলা রুজু করা হয়েছে । মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান মিলু জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
Leave a Reply