দখিনের খবর ডেস্ক ॥ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে সরকার বিঘ্নিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি নির্বাচনের আগ মুহূর্তে দলীয় প্রার্থীদের আদালত কর্তৃক অবৈধ ঘোষণা, গ্রেফতার, হামলা প্রভৃতি বিষয়েও অভিযোগ করেন। বলে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনি কর্মকাণ্ডে এখনও বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক বৈধ হওয়া আমাদের ১৬ প্রার্থীকে আদালত অবৈধ ঘোষণা করেছেন। এমন সময়ে অবৈধ ঘোষণা করা হলো যখন নতুন করে আর প্রার্থী দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন কৌশলে এই ১৬টি আসন সরকারকে উপহার দিল। এগুলো ছাড়াও যেসব আসন আছে এখন তা নিয়েই আমরা নির্বাচনে আছি। এছাড়া ১৬ প্রার্থীকে কারাগারে নেওয়া হয়েছে। তারাও নির্বাচনের মাঠে থাকতে পারছেন না। এই আসনগুলোও কৌশলে সরকারকে উপহার দেওয়া হলো। ‘আমরা এরপরও চাই শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ বজায় রাখা হোক’– বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘অন্তত ভোটাররা যেন ওইদিন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে দাবি করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণার সময় ১৩ হাজার নেতাকর্মী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
Leave a Reply