দখিনের খবর ডেস্ক ॥ চুয়াডাঙ্গায় পাকা রাস্তায় পড়েছিল ২০৭ ভরি স্বর্ণ। সেই স্বর্ণগুলো উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের একটি পাকা রাস্তা থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। একপর্যায়ে সীমান্তবর্তী ফুলবাড়ী বিওপির সদস্যরা বুইচিতলা গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালালে পাকা রাস্তার উপর পড়ে থাকা একটি প্যাকেট উদ্ধার করেন। সেখান থেকে দুই কেজি ৪১৬ গ্রাম (২০৭ ভরি ২ আনা ২ রত্তি) ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। এগুলো দর্শনা থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply