বউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. আবদুল আজিজ সিকদার (৪৪) নামের এক ব্যবসায়ীকে মারধর এবং আবার তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল আজিজ অভিযোগ করে বলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বর্তমানে একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের (৩৭) নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সকাল সোয়া ১০টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসে গালাগাল করে। একপর্যায়ে জসিম তাঁকে চড়-থাপ্পড় মারেন। আত্মরক্ষার্থে তিনি তাঁর দোকানে থাকা মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করেন। ওই সময় তাঁর দোকান ভাঙচুর করে তাঁরা চলে যান। আজিজ আরও বলেন, এর আগে গত শনিবার বেলা সোয়া একটার দিকে ওই সন্ত্রাসীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে কেরোসিন ও সয়াবিনের দুই ব্যারেল তেলের ড্রাম কেটে মাটিতে ফেলে দেয় এবং ভাঙচুর ও লুটপাট করে। তাদের হুমকির কারণে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাঁর দোকান বন্ধ ছিল। আজকে ব্যবসাপ্রতিষ্ঠান খুললে আবার হামলা চালানো হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন মো. জসিম উদ্দিন। উল্টো তিনি দাবি করেন, আবদুল আজিজ তাঁদের ওপর হামলা চালিয়েছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply