দখিনের খবর ডেস্ক ॥ পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপির প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনিকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামে মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। আহত বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় ১০/১২ জন দুর্বৃত্ত গোলাম মাওলা রনির ওপর হামলা করে। এ সময় তারা রড ও লাঠিসোটা দিয়ে তাকে পেটাতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে রনিকে উদ্ধার করেন।
Leave a Reply