ভান্ডারিয়া প্রতিনিধি ॥ আজ ২৮ ফেব্রুয়ারী শহীদ সেলিম- দেলোয়ার দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মসুচীর পাশাপাশি শহীদ সেলিম- দেলোয়ার স্মৃতি পরিষদ এক কর্মসূচী গ্রহন করেছে। আপরদিকে দেলোয়ারের গ্রামের বাড়ী পিরোজপুরের ভান্ডারিয়ায় পৈকখালী গ্রামের শহীদ দেলোয়ার হোসেন দুঃস্থ কল্যান প্রতিষ্ঠানের উদ্যেগে ঈদগাহ মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারী ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র এইচ.এম ইব্রাহীম সেলিম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষপর্বের ছাত্র কাজী দেলোয়ার হোসেন ঢাকার রাজপথে (গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্টেশনের কাছে) শাহাদত বরণ করেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকুসু) নেতৃত্বে সামরিক স্বৈরশাসনের অবসান ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান সংগ্রামের অংশ হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদের এক বিশাল মিছিল গুলিস্তান অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়িয়ায় তৎকালীন বাস টার্মিনালের কাছে গেলে পুলিশের একটি ট্রাক মিছিলের পেছন দিক থেকে চালিয়ে দিলে ঘটনাস্থলে ছাত্রনেতা সেলিম ও দেলোয়ার নিহত হন।
Leave a Reply