পিরোজপুর জেলা প্রতিনিধি ॥ গত দশ বছরের সফলতাকে মুহুর্তের মধ্যে জলাঞ্জলি দেওয়ার মিশনে নেমেছে একটি পক্ষ। গত সপ্তাহে সারেংকাঠীর মহিলা মেম্বার মোসাঃ হালিমার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে ধরেন গণ মাধ্যম কর্মীদের কাছে। গণ মাধ্যম কর্মীরা অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উত্তর করফা এলাকায় যান সঠিক তথ্য উদঘাটন করার নিমিত্তে। অভিযোগ কারীরা লিখিত আকারে ও ভিড়িও ফুটেজ সহকারে অভিযোগ তুলে ধরেন স্থানীয় ও জেলার গণ মাধ্যম কর্মীদের কাছে। আসলে অভিযোগের সাথে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায়নি। বয়স্ক ভাতা সহ গর্ভবতী ভাতা, পরিচয় পত্রের বিষয়ে অভিযোগ তুলে ধরা হলেও গণ মাধ্যম কর্মীরা উপজেলা পি আই ও অফিস সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ চারিতায় আসল রহস্য বের হয়ে আসছে ইতিমধ্যে। বাস্তবে রেকসনা চার সন্তানের জননী হলেও অফিসের কাগজ পত্র অনুযায়ী তা উল্লেখ করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি পরবর্তী সময়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করেন মাতৃকালীন ভাতা বন্দের জন্য। সময় উপযোগী সিদ্ধান্ত নিতে ভুল করেনি সময়ের সাহসী জনপ্রতিনিধি। অপরদিকে সুমি আক্তার। ভোটার আইডি কার্ডের নম্বর ২০০১৭৯১৮৭৬৬০০০০১১। সুনির্দিষ্ট বয়স হয়নি বিদায় বাদ পড়েছে। কিন্তু অভিযোগের সাথে বাস্তবে মিল নেই। এ ব্যাপারে উত্তর করফা এলাকায়র বেশির লোকজন গণ মাধ্যম কর্মী দের জানান, হত দরিদ্র পরিবারের সদস্যরা অভিযোগ দিয়েছে এটা শতভাগ খাঁটি কথা। তবে সঠিক আইন কানুন না জেনে মন্তব্য সহ অভিযোগ দেয়। পাশাপাশি পরিচয় পত্র আর জন্ম নিবন্ধন এক নয়। আর সেই কথা এলাকার অনেকেই অবগত নয়। অবশ্য এলাকার বেশ কিছু প্রবীণ ভোটাররা সাহসী উচ্চারণ করে বলেন, হালিমা মেম্বার হল একজন সত্যিকারের সমাজ সেবক। বিপদ আপদে ছুটে যান সাধারণ মানুষের ঘরে ঘরে। মৃত্যুর লাশ দেখে অনেকে আঁতকে উঠেন। আর আমাদের মেম্বার ছুটে যান গন্ধ বের হওয়া লাশের কাছে। অথচ আমরা সঠিক তথ্য না জেনে মন্তব্য সহ অভিযোগ করি মাটির মত নরম ও নিরহংকার মানুষটার বিরুদ্ধে। এ ব্যাপারে কথা হয় বর্তমান মহিলা মেম্বার মোসাঃ হালিমার সাথে। মিডিয়ার সকল প্রশ্নের জবাব ঝটপট দেন সাহসী উচ্চারণ করে। আমার সমালোচনা হবে আর এটাই স্বাভাবিক চিরাচরিত নিয়ম। তবে আমি দোষী কিনা সেটাই হল আসল বিষয়। তবে আমার ওয়ার্ডের সাধারণ ভোটাররা ভুল করতেই পারেন। সঠিক তথ্য না জেনে মন্তব্য সহ অভিযোগ করেছে। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে আরও বলেন আমি ভুল থেকে শিক্ষা নিয়ে পথ চলতে পছন্দ করি। স্থানীয় ভোটাররা আমার প্রাণ আমার চলার পথে অনুপ্রেরণা।
Leave a Reply