চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, র্যালী, আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ” ইউনেস্কোর মেমোরী অব দ্য’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার “- এ অন্তরভূক্তির মাধ্যমে” বিশ্ব প্রমান্য ইতিহ্যের ” স্বীকৃতি লাভ করায় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ শেষে র্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ৪৮ বছর আগে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষনটি দিয়েছিলেন।এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ মার্চ রেসকোর্সে ময়দানে তাঁর ঐতিহাসিক ভাষন প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানে ১০ লক্ষাধীক লোকের সামনে পকিস্তানি দস্যুদের কামান- বন্দুক- মেশিনগানের হুমকির মুখে সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষনের শেষাংশে বজ্রকন্ঠে ঘোষনা করেন” এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছাদেক মিয়া, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, মুক্তি যোদ্ধা সংসদের চরফ্যাসন উপজেলার সাবেক কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর রহমান স্বপন, মুক্তি যোদ্ধা হাসেম মিয়া, ছাত্রলীগ সাধারন সম্পাদক আল আমিন মুন্সী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং মুক্তি যোদ্ধারা, সাংবাদিকসহ সুশিল সমামাজের ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। এর পরে উপজেলা পরিষদ কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে স্ংস্কৃতি মনোজ্ঞ অনুষ্টানের আয়োজন করা হয়। এদিকে বিকালে চরফ্যাসন সদর থানা, শশীভূষণ থানা ও দুলারহাট থানা এবং দক্ষিণ আইচা থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চের এ দিনটি উদযাপন করা হয়।
Leave a Reply