ফারহান-উর-রহমান সময়, তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে “করোনা কালীন নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতায় বিশ্ব” নারী মুক্তির’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুর ১২টায় এ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। বিশেষ অতিথি মহিউদ্দিন পোদ্দার। আরো বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার ছিদ্দিকুর রহমান, তথ্য আপা আকলিমা বেগম, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সুশীলন কর্মকর্তা এলিনা বেগম, সাংবাদিক চপল রায় প্রমূখ। বক্তারা বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। নারীই হবে এ সমাজের মেরুদণ্ড। সকল বাধা-বিপত্তিকে পিছনে ফেলে এই নারীই হবে উজ্জ্বল নক্ষত্র।’ তারা আরও বলেন, ‘আজকের এই নারী দিবসের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শোষণ-বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। এ দিনটির গুরুত্বও অনেক। শুধু দিবস পালনের মাধ্যমে নারীর অধিকার সীমাবদ্ধ নয়। দিবস পালনের সঙ্গে নারীর অধিকারের যথাযথ মর্যাদা দিতে হবে। দেশের প্রতিটি সেক্টরে নারীর যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার সময় এসেছে।
Leave a Reply