রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে ঝরে পড়া ও স্কুলে ভর্তি না হওয়া শিশুদের স্কুলমুখী করতে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের অবহিতকরণ কর্মশালা করেছে ভলান্টারী অর্গানাইজেশন ফর সোসাল ডেভেলপমেন্ট (ভোস্ড)। সোমবার বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (পিইডিপি-৪) আওতায় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বরিশালের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ জানে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত যুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান মহাদেব দাস, বরিশালের জেলা প্রোগ্রাম ম্যানেজার নিজাম উদ্দিন সিকদার, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, ভোস্ডের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দেলোয়ার হোসেন, মনিটরিং অফিসার গৌতম চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার জহির উদ্দিন, প্রোগ্রাম সুপারভাইজার রাজিব খান প্রমুখ। উল্লেখ্য, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের আওতায় ঝড়ে পড়া কিংবা স্কুলে ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছরের বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ভোস্ডের বাস্তবায়নে দেশের ৬৪ জেলার ৩৪৫টি উপজেলা এবং সকল সিটি কর্পোরেশনসহ ১৫টি শহরে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জে সোমবার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ওই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Leave a Reply