রাঙ্গাবালী প্রতিনিধি ॥ ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাত শতাধিক পরিবারের জীবন-জীবিকা পুনরুদ্ধারে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সোমবার বিকেল ৪ টায় উপজেলার বাহেরচর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সির (এসডিএ) বাস্তবায়নে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নে ৩৬৮টি এবং ছোটবাইশদিয়া ইউনিয়নে ৩৬৮টি ক্ষতিগ্রস্ত দুস্থ-অসহায় পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে সোমবার বিকেলে রাঙ্গাবালী ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের হাতে এই সহায়তা তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন। এ সময় উপকারভোগী ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply