সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ আসন্ন ইউপি নির্বাচনে বানারীপাড়ায় ৭ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন ১নং বিশারকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম শান্ত, ২নং ইলুহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ৪নং চাখার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, ৫নং সলিয়াবাকপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক মো. সিদ্দিকুর রহমান, ৬নং বাইশারী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, ৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. জলিল ঘরামী ও ৮নং উদয়কাঠি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. রাহাদ আহম্মেদ ননী। প্রথম ধাপে উপজেলার অপর ইউনিয়ন ৩নং সৈয়দকাঠিতে নির্বাচন না হওয়ায় সেখানে আওয়ামী লীগের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। গত ৩ মার্চ তফসিল ঘোষণার পরে বানারীপাড়া উপজেলার ওই ৭টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ্,এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ শীর্ষ নেতারা মনোনয়নফরম যাচাই-বাছাইয়ের পর ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে চূড়ান্ত মনোনয়নের জন্য পাঠিয়ে দেন। আওয়ামী লীগ মনোনীত ওই ৭ জন নৌকার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দলের সুনাম ও সমৃদ্ধি অর্জনে আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে দেশজুড়ে ৩৭১ ইউনিয়ন পরিষদে ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। এরই ধারাবাহিতায় ১১ এপ্রিল বানারীপাড়ার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply