বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ফাতেমা ব্রিক্সের শ্রমিকরা অবৈধভাবে আড়িয়াল খাঁ নদীর চর কেটে ইটভাটায় নেয়ার অপরাধে ৫ জন শ্রমিককে আটক করে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহারকৃত যন্ত্রপাতি ও মাটি বহনকৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে। বৃহম্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমানের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ড দেন। বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,অবৈধভাবে বালু ও মাটি কাটার ফলে প্রতিদিন নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ হচ্ছে নদীর পাড়ের মানুষ। নদীর চর থেকে মাঠি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লংঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এই জেল দেয়া হয়েছে। সঙ্গে মাটি কাটার যন্ত্রপাতি ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ৫জন ইটভাটা শ্রমিকরা হল -মোঃ ইমরান হোসেন(৩০), মোঃ রাব্বি ইসলাম(২০) ,মোঃ আনিসুল ইসলাম(৩০), মোঃ মেহেদী হাসান(২৫), মোঃ জবেদ সরদার(৪৫)। দন্ডপ্রাপ্তরা সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে।
Leave a Reply