সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় ন্যায়নিষ্ঠতা,সততা ও ত্যাগের মূল্যায়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার। আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে তাকে নৌকার মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে এ মূল্যায়ন করা হয়। তার মনোনয়নের খবরে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মী,সমর্থকসহ এলাকার সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত ও আনন্দিত। অনেকেই এ খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন ও দোয়া মিলাদ পড়িয়েছেন। বের করেছেন আনন্দ মিছিল। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সৎ ও নির্মোহ রাজনীতিকের পথিকৃত সিদ্দিকুর রহমান মাষ্টার ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালণ করে দলকে সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করেন। ২০১২ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে তিনি সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং সলিয়াবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদেন সভাপতি পদে আসীন রয়েছেন। তার পিতা আঃ রশিদ মোল্লা আমৃত্যু সলিয়াবাকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার শ্বশুর আঃ মাজেদ হাওলাদার সলিয়াবাকপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শের অগ্রসৈনিক বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিকুর রহমান মাষ্টার বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্বের সন্মূখ সারিতে ছিলেন। আর এ কারণে তাকে মিথ্যা মামলায় কারাবরণসহ নানাভাবে হয়রাণির শিকার হতে হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পরে বিএনপি ক্যাডারদের হুমকির কারণে দু’মাস তিনি তার কর্মস্থল চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে যেতে পারেন নি। পরে চাখারের তৎকালীণ চেয়ারম্যান ও গডফাদারখ্যাত বিএনপি নেতা মজিবর রহমানকে ৭০ হাজার টাকা চাঁদা দিয়ে তাকে কর্মস্থলে যেতে হয়। দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা মুজিব অন্তঃপ্রাণ সিদ্দিকুর রহমান মাষ্টার দলীয় মনোনয়ন পেয়ে আবেগআপ্লুত ও দারুণ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তিনি বলেন জনগনের অকুন্ঠ ভালোবাসা পেয়ে নির্বাচিত হতে পারলে সলিয়াবাপুর ইউনিয়নকে মাদক,বাল্যবিয়ে,ইভটিজিং,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ,উন্নত-সমৃদ্ধ আলোকিত এক তিলোত্তমা ইউনিয়নে রূপান্তর করা হবে।
Leave a Reply