বানারীপাড়া প্রতিনিধি ॥ হোটেল বয় মোনেম (২২)। উপজেলার বাইশারী বাজারের একটি হোটেলে সামান্য বেতনে চাকরি করে সে। মাসিক ৫/৬ হাজার টাকা বেতনের টাকা দিয়ে সংসারে চাহিদা পূরণ করে কিছু কিছু জমিয়ে রাখত সে। তার স্বপ্ন বন্ধুদের মতোএকটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট কেনার। তার সে স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হলো। সে ৬ হাজার টাকা দিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনে। শখের মুঠোফোনটি সবসময় সে সতর্কতার সঙ্গে নিজের কাছে যত্ন করে রাখত। কিন্তু কিছুদিনের মধ্যেই তার শখের ফোনটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও না পেয় হতাশ হয়ে পড়ে হোটেল বয় মোনেম। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ভীষণ কষ্ট পায় ছাপোষা মানুষ মোনেম। দিশেহারা হয়ে পড়ে সে। বন্ধুদের পরামর্শে থানায় একটি হারানো ডায়েরি করে সে। ওসি (তদন্ত) মো. জাফর আহম্মেদ ঘটনাটি জেনে তাকে আশ্বস্ত করেন ব্যাপারটি তিনি দেখবেন। ওসি (তদন্ত) মো. জাফর আহম্মেদ তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক মাস পরে মার্চ মাসের প্রথম সপ্তাহে তার মোবাইল ফোনটি বানারীপাড়া থেকে উদ্ধার করতে সক্ষম হন। হোটেল বয় মোনায়েমকে থানায় ডেকে অ্যান্ড্রয়েড মুঠোফোনটি তার কাছে হস্তান্তর করেন। মোনায়েমের চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝিলিক। কৃতজ্ঞতা জানান মহানুভব ওসি (তদন্ত) জাফর আহম্মেদকে। তার জন্য প্রাণভরে দোয়া করে মোনেম। উল্লেখ্য, পুলিশ পরিদর্শক মো. জাফর আহম্মেদ এর আগে হাসপাতালে রোগী নিয়ে আসা এক অসহায় ও দুস্থ মহিলাকে মোবাইল ফোন কিনে দিয়ে তার মহানুভবতার পরিচয় দেন। এর আগেও তথ্য-প্রযুক্তির সহায়তায় বহু হারানো মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে আলোচনায় আসেন। তার এ মহানুভবতা সবসময় অব্যাহত থাকুক এ কামনা করছে বানারীপাড়াবাসী।
Leave a Reply