বিনোদন ডেস্ক ॥ পরিচালক অনন্য মামুনের নতুন ছবি ‘মেকআপ’। ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে সম্প্রতি ছবিটি ‘অপ্রদর্শনযোগ্য’ বা ‘নিষিদ্ধ’ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারবেন না এর প্রযোজক। তাই ভিন্ন পথে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী ২১ মার্চ রাত ৮টায় ‘মেকআপ’ মুক্তি পাবে আই থিয়েটারের অ্যাপে। নির্মাতা অনন্য মামুন বলেন, ‘চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় এবং সিনেমা হল সংকটের কারণে ওটিটি প্ল্যাটফর্মেই ছবিটি মুক্তি দিচ্ছি।’ তিনি আরও জানান, দেশ-বিদেশের যে কেউ ৫০ টাকার টিকিটের বিনিময়ে ‘মেকআপ’ দেখতে পারবেন। এর আগে, অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘মেকাআপ’র একটি পোস্টার শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, ‘চোরকে চোর বলতে পারব না, তা তো হতে পারে না। আমার ভাষা কেড়ে নেওয়ার অধিকার কারও নেইৃ।’ মেকআপের আড়ালে অভিনয়শিল্পীদের জীবন আর সিনেমাজগতের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মেকআপ’। এতে উঠে এসেছে চলচ্চিত্রশিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বহু গল্প। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ। এর আগে, ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটার মুক্তিপ্রাপ্ত ‘নবাব এলএলবি’ ছবির সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তারা জামিনে আছেন।
Leave a Reply