কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ৪২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে কাউখালী সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় ৪২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ২ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। এ জন্যই সরকার মাস্ক পরার ওপর এত গুরুত্ব দিচ্ছেন। সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকি স্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
Leave a Reply