দখিনের খবর ডেস্ক ॥ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে ১ এপ্রিল, বৃহস্পতিবার। একাদশ জাতীয় সংসদের এই অধিবেশন সকাল ১১টায় শুরু হবে। গতকাল সোমবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনায় বলা হয়, ‘সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মো. আবদুল হামিদ, ১৪২৭ বঙ্গাব্দের ১৮ চৈত্র মোতাবেক ২০২১ খ্রিস্টাব্দের ০১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ (২০২১ খ্রিস্টাব্দের ২য়) অধিবেশন আহ্বান করছি।’ গত ১৩ মার্চ ২০২১ তারিখ বরিশাল বিশ^বিদ্যালয়ের গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধী সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কমিটির সভাপতি মোঃ ফয়সাল কিবরিয়া, সাধারন সম্পাদক আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি নাদিম মল্লিক সহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply