চরফ্যাসন প্রতিনিধি॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাবক এমপি বলেছেন, সরকারের অভূতপুর্ব উন্নয়নে কারণেই মানুষ বিএনপির নাম ভুলে গেছে। দেশের মানুষের মন থেকে হারিয়ে গেছে বিএনপি নামের দলটি। শেখ হাসিনা সরকার দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। গতকাল সোমবার চরফ্যাসনের ৪ কোটি টাকা ব্যায়ে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জ্যাকব এমপি আরো বলেছেন-আওয়ামীলীগ সরকারের শাসনকালে শিক্ষাক্ষেত্রেও দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বিএনপি নেত্রী মিথ্যা আশ্বাস দিয়ে চরফ্যাসনে একটি নতুন থানা করতে পারেনি, কোন শিক্ষা প্রতিষ্ঠানও গড়তে পারেনি। প্রতিশ্রুতি দিয়ে তিনি জনগনের সাথে প্রতারণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে চরফ্যাসনের দক্ষিণ আইচা, শশীভূষণ এবং দুলারহাটে নতুন তিনটি থানা হয়েছে, চরফ্যাসন মনপুরায় ১০টি নতুন কলেজ হয়েছে। নির্মাণ করা হয়েছে প্রত্যেক কলেজে দৃষ্টিনন্দন একাডেমিক নতুন ভবন। ২টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে, তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। যার মাধ্যমে এই এলাকার মানুষের শত বছরের আশা পুরন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠমো উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শীবাদে আওয়ামীলীগ সরকারের ১২ বছরে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের সাথে তালমিলিয়ে চরফ্যাসন মনপুরায় নির্মান করা হয়েছে পাকারাস্তা, ব্রীজ, কালভাটর্, বেড়িবাধ নির্মাণ, নদীভাঙ্গণ রোধ, মসজিদ মাদ্রাসা নির্মাণ, শশীভূষণ ও দক্ষিণ আইচা, দুলারহটে নতুন থানা, ৭টি ইউনিয়ন আর তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনসহ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, দেওয়ানী ও ফৌজদারী কোর্ট এবং পানি উন্নয়ন বোর্ডের ডিবিশন-২ জেলা সদর থেকে চরফ্যাসন উপজেলায় স্থাপন করে সরকারি সেবা মানুষের হাতে কাছে পৌছে দেয়া সম্ভব হয়েছে। যার সুফল চরফ্যাসন ও মনপুরার জনগন ভোগ করছে। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply