নিজস্ব প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের মেঘনা ও গজারিয়া নদীর ইলিশ অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগের সহায়তায় এই অভিযান চালায় তারা। জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, পহেলা মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দুই মাস ২ দেশের ৫টি ইলিশ অভয়াশ্রমে সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ। জেলেরা এই নির্দেশনা উপেক্ষা করে মেঘনা ও গজারিয়া নদীতে মাছ শিকার করছিলো। কোস্টগার্টের সহায়তায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে গজারিয়া নদী থেকে ৬জন এবং মেঘনা নদী থেকে মাছ শিকাররত ৮জন সহ মোট ১৪জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। আটক জেলেদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার কথা বলেন তিনি।
Leave a Reply