ভোলা প্রতিনিধি ॥ ভোলায় প্রাকৃতিক দুর্যোগে জেলেদের আত্মরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২০০ জেলের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক। লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পে সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ প্রতিটি জেলে নৌকার জন্য জন্য ১টি করে লাইফ জ্যাকেট, ৫টি বয়া, ১টি হেভি ডিউটি টর্চলাইট, ১টি সোলার প্যানেল, ১টি রেডিও এবং ১টি পানির ফিল্টার দেয়া হয়েছে। ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন কবির এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস অফিসার মো: জামাল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী, লজিক প্রকল্পের ডিস্টিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স এর কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন প্রমুখ।
Leave a Reply