গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলা সদর সংলগ্ন চরপালরদী এলাকায় গতকাল মঙ্গলবার সকালে খেলার ছলে পালরদী নদীতে পড়ে মোঃ জিসান হাওলাদার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অনাকাঙ্খিত এ মৃত্যুর ঘটনায় ওই এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারেও চলছে শোকের মাতম। নিহত শিশুর স্বজনদের সূত্রে জানাগেছে, শিশুটির পরিবার ওই এলাকার পালরদী নদীর পাড়ে বসবাস করে। তার পিতা সায়েম হাওলাদার একজন শিক্ষিত বেকার যুবক। কর্মের খোজে সে বিদেশে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তার মা গৃহিনী। ওই পরিবারের দেড় বছর বয়সের ছেলে জিসান হাওলাদার গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির আঙ্গীনায় খেলা করছিল। খেলার ছলে পরিবারের সবার অলক্ষে হাটি হাটি পা-পা করে সে পালরদী নদীর কিনারায় পৌছে গিয়ে পা ফসকে নদীর মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। এ ঘটনা টের পেয়ে তার স্বজনরা তাৎক্ষনিক নদীর পানিতে নেমে খোজাখুজি শুরু করে। পরে অচেতন অবস্থায় নদী থেকে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকগন তখন তাকে মৃত বলে ঘোষণা করেন।
Leave a Reply