এমডি রিয়াজ হোসেন, বরগুনা ॥ বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, দোয়ামোনাজাত, কেক কাটা, মিস্টি বিতরণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, ফ্রি চিকিৎসা, শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ভিডিও প্রদর্শন, সাংস্কুতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৭ মার্চ) সকাল সারে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন। উদ্বোধন করেনবেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াৎ হোসেন তপু। উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহর সঞ্চালনায় আলেচনায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু। এর আগে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply